পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ খুলনা জেলার সকল প্রাণিসম্পদ দপ্তরের সকল কার্যক্রমকে গতিশীল করতে এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজে উৎসাহিত করতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অরুণ কান্তি মন্ডলের উদ্যোগে জেলার সকল উপজেলার ন্যায় পাইকগাছা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ২০২২ সালের ডায়েরী ও আইডি কার্ডের ফিতা প্রদান করা হয়েছে । বুধবার সকালে পাইকগাছা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পাঠনো ২০২২ সালের ডায়েরী ও আইডি কার্ডের ফিতা অত্র অফিসের রাজস্ব খাতের ৭জন ও বিভিন্ন প্রজেক্টের ৩৪ জনসহ মোট ৪১ জন কর্মকর্তা-কর্মচারীদের মাঝে উক্ত সামগ্রী বিতরণ করেন পাইকগাছা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা.পার্থ প্রতিম রায়,এলইও দেবব্রত কুমার স্বর,উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম,এসএম কামরুল আবেদিন। এসময় উপস্থিত ছিলেন মেঘলা মলিক, শুভঙ্কর গোলদার,জ্যোতি স্বর মন্ডল, মানষী অধিকারী প্রমুখ।