শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতের ভিসা প্রতিবন্ধকতা দেশের চিকিৎসা ব্যবস্থায় রোগীদের আস্থা \ বিদেশমুখি রোগীরা দেশেই চিকিৎসা নিচ্ছে \ প্রাণবন্ত দেশের হাসপাতালগুলো শিক্ষার্থীদের তিনটি নতুন বই দিয়ে শিক্ষাবর্ষ শুরু করার পরিকল্পনা এনসিটিবি’র কর্মে তীব্র মৃত্যুঝুঁকি সত্ত্বেও খুবই স্বল্প ঝুঁকিভাতা পায় ফায়ার সার্ভিস কমীর্র কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন: মির্জা ফখরুল বিএসএফের গুলিতে আহত যুবক হাসপাতালে ভর্তি জাতীয় কবিতা উৎসব ১ ও ২ ফেব্রুয়ারি টিউলিপের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকির অভিযোগ মেঘনায় দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত বেড়ে ৩ গোপালগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২৫ সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে: গভর্নর

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উদ্বোধন করা হয়েছে।“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় সারা দেশে একযোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ঢাকা শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে থেকে ভার্চুয়ালে উদ্বোধন করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল বেলা বেলা ১১ টায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যালয় চত্বরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমেদের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু। তিনি বলেন, সাতক্ষীরা একটি সম্ভাবনাময় জেলা। এখানে ব্যাপক কৃষি পণ্যের উৎপন্ন হয়। যাহা জেলার চাহিদা পূরণ করে দেশের বাহিরে রপ্তানি করে কৃষকরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। সাতক্ষীরায় দুগ্ধ খামার, পশু পালন,কবুতর ও হাঁস মুরগি পালনের মাধ্যমে বহু যুবকের কর্মসংস্থান হয়েছে। আগে মাছ ও প্রাণীগুলোর জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে হবে। তবে আমাদের প্রোটিনের মেটাতে নিরাপদ এবং পুষ্টিকর খাবার পাওয়া সম্ভব। এলক্ষ্যে দুগ্ধ ও পোল্ট্রি খামারীদের উৎসাহিত করতে হবে। বর্তমান সময়ে সরকারিভাবে কৃষক ও খামারিদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহবুবুর রহমান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজমুস সাকিব। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস,জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত সহ বিভিন্ন খামারি, ঔষধ কোম্পানির প্রতিনিধি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সাথে সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।মেলায় বিভিন্ন ধরনের পশু, উন্নত জাতের ঘাস, ঔষধ প্রদর্শনী লক্ষ্য করা গেছে। এর পূর্বে সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু,জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সহ কর্মকর্তারা।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শেখ আসিফ রায়হান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com