স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক শেখ মনিরুল হক গতকাল অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে মারাত্মক ভাবে অসুস্থ হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল সদর হাসপাতালে চিকিৎসাধীন শেখ মনিরুল হকের দেখতে যান এবং শয্যাপাশে দীর্ঘসময় অবস্থান করেন। কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন, হাসপাতালে উপস্থিত অফিস সহায়কের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী পরিবারের সদস্যদের জানান জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সব ধরনের সহযোগিতা করবে। উলেখ্য গতকাল কালিগঞ্জ হতে অফিসে আসার পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির সদস্য চেতনা নাশক প্রয়োগের মাধ্যমে শেখ মনিরুল হকের কাছে থাকা টাকা পয়সা নিয়ে নেয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়লে যাত্রীরা হাসপাতালে ভর্তি করে।