এফএনএস: চাকরিতে গ্রেড—১৩ থেকে গ্রেড—১০ করার দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করলে শাহবাগে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়। গতকাল শুক্রবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর আগে বেতন কাঠামো দশম গ্রেডে উন্নীত করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশ করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের ব্যানারে এই সমাবেশ করেন তারা। সকাল সাড়ে ১১টায় সমাবেশ শুরু হয়। এর আগে, সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন জেলার শিক্ষকরা শহীদ মিনারে জড়ো হতে থাকেন। সমাবেশে শিক্ষকরা জানান, দাবি না মানলে আন্দোলন আরও কঠোর হবে। সমাবেশে কুমিল্লার মনোহরগঞ্জের ঝাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিজয় কর্মকার বলেন, ২০২১ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেডের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কেউ কোনও আশ্বাস দেয়নি। আগস্টের পর অন্তর্বতীর্ সরকার কমিটি করে দিয়েছে এ বিষয়ে নিয়ে কাজ করার জন্য। কিন্তু আমরা জানতে পেরেছি, তারা এটি রাখেনি। এই কমিটি মূল কাজ না করে অন্যসব কাজ করছেন দাবি করে এই শিক্ষক বলেন, তারা দশম গ্রেডের বিষয়টা বাদ দিয়ে উল্টো কাজ করছে। তারা সহকারী প্রধান শিক্ষককের পদ সৃষ্টি করছে, সিনিয়র শিক্ষকের পদ সৃষ্টি করছে। আমরা এসব চাই না, আমরা দশম গ্রেড চাই। কৃষি স¤প্রসারণ অধিদফতরের ড্রাইভারের বেতন গ্রেড ১২তম জানিয়ে তিনি বলেন, যেখানে ড্রাইভারের বেতন ১২তম সেখানে শিক্ষকদের বেতন ১৩তম কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমাদের বলা হচ্ছে গ্রেজুয়েট সেকেন্ড গ্রেড। সেখানে এই বেতন কাঠামো শিক্ষকদের অবমাননা।