স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হযরত আজ সাতক্ষীরায় আসছেন এবং দিন ব্যাপী শিক্ষা, প্রশিক্ষন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য সদর উপজেলা রিসোর্স সেন্টারে একীভূত করনের কৌশল, শিখন শেখানো এবং মুল্যায়ন বিষয়ক প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ফাইনালসিয়াল ম্যানেজমেন্ট, আইবিএম সিন্টেম এন্ড আইস শীর্ষক প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। সাতক্ষীরা জেলায় অনুষ্ঠিতব্য ইন্টিগ্রেটেড সফটওয়ার প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। সাতক্ষীরা পিটিআই-এ ২০২৪ সালে অনুষ্ঠিতব্য বিটিপিটি প্রশিক্ষনের প্রস্তুতি ও পিটিআই এর অবকাঠামো পরিস্থিতি বিষয়ক সভা সরেজমিন পরিদর্শন করবেন। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী জানান ডিজি মহোদয়ের আগমন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। গতকাল ও শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করতেদেখা গেছে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের দায়িত্বশীল সংশ্লিষ্টদের।