দেবহাটা অফিস ॥ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ ইউনিয়ন পর্যায়ের খেলা গতকাল পারুলিয়া ফুটবল মাঠে অুষ্ঠিত হয়েছে। পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং আয়োজনের উদ্বোধন করেন পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মধুসুদন দাস। বর্ণাঢ্য আয়োজনে, উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী শিক্ষক এর উপস্থিতি উদ্বোধন পরবর্তি পুরস্কার বিতরন করা হয়। প্রধান অতিথি ছিলেন আ’লীগ সম্পাদক মনিরুজ্জামান মনি, চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি এসএমসি সভাপতি ও দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুনীর আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াদ আলী, বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুজিত কুমার ঘোষ, নিমাই চন্দ্র, আবু মুছা, কামরুল ইসলাম, ইয়াছিন আলী প্রমুখ।