শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

প্রায় কচ্ছপ পাওয়া, পরবর্তীতে অবমুক্তকরন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার \ শ্যামনগর উপজেলার নূরনগরে পাঠক নন্দিত জনবহুল দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক এস এম জাকির হোসেন রাতে একটি বিলুপ্ত প্রায় কচ্ছপ পায় এবং পরবর্তীতে সেটি পুকুরে অবমুক্ত করা হয়েছে। ঘটনা ও সাংবাদিক জাকির হোসেন সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় তিনি দৈনন্দিন কাজ শেষ করে গত ২৫ অক্টোবর মঙ্গলবার রাতে বাড়ি ফেরার সময় পথিমধ্যে কার্পেটিং রাস্তার উপরে একটি বিলুপ্ত প্রায় কচ্ছপ রাস্তার উপর হেঁটে যেতে দেখে মোটরসাইকেল থামিয়ে কচ্ছপটি উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ ফেসবুকে কচ্ছপ পাওয়ার বিষয়টি পোস্ট করলে বিষয়টি ভাইরাল হয়। সংবাদটি জানাজানি হলে কিছু পরিবেশবাদী ব্যক্তি কচ্ছপটির বংশবৃদ্ধির লক্ষ্যে ছেড়ে দেওয়ার পরামর্শ প্রদান করেন আবার কিছু ব্যক্তি কচ্ছপটি খাওয়ার উদ্দেশ্যে কেনার জন্য বিভিন্ন প্রকার টাকার অফার করতে থাকে। সকালে কচ্ছপটি দেখার জন্য স্থানীয় লোকজন সাংবাদিক জাকির হোসেনের বাড়িতে ভিড় জমায়। কোন রূপ লোভের বসবতি না হয়ে সাংবাদিক জাকির হোসেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে পরামর্শ করে গতকাল ২৬ অক্টোবর বুধবার সকাল ১০ টায় নূরনগর (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, ইউপি সদস্য মোঃ গাজী আব্দুস সামাদ সামিদ, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ শেখ আল মামুন, সদস্য শিমুল দেবনাথ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল হান্নান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে ইউনিয়নের রামচন্দ্রপুর একটি জলাশয়ে কচ্ছপটির বংশবৃদ্ধির লক্ষ্যে অবমুক্ত করেন। সাংবাদিক এস এম জাকির হোসেন একজন সচেতন নাগরিক ও সমাজ সেবক হিসেবে এরই মধ্যে সুনাম অর্জন করেছেন এবং বিরল প্রজাতির কচ্ছপটি অবমুক্ত করে বিভিন্ন সংগঠন সহ সকলের সকলের প্রশংসায় ভাসছেন। এই বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান বলেন, সাংবাদিক জাকির হোসেন একজন সমাজ সচেতন, পরিবেশবাদী ও জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করে অবমুক্ত করায় মহত্বের পরিচয় দিয়েছেন। তার এই কাজে আমরা সাধুবাদ জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com