প্রিয় পাঠক আপনারাই দৃষ্টিপাতের শক্তি ইচ্ছা, সাহস আর প্রকাশনার প্রতিদিনের সঙ্গী, প্রায় দুই যুগ আপনাদের দৃষ্টিতে আপনাদের সঙ্গী হিসেবে থেকেছি স্বাচ্ছন্দে নিশ্চিন্তে কোন ধরনের আর্থিক সংকট ব্যতিত। বর্তমান সময়ে প্রকাশনা ও মুদ্রুন শিল্পের খরচ পূর্বের অপেক্ষায় বহুগুন বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কাগজ, কালি, প্লেট সহ পত্রিকা প্রকাশের অপরাপর সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে আপনাদের সাথে মিশে থাকা আপনাদের আস্থা, বিশ্বাস, নির্ভরতা আর বিশ্বস্থতার প্রতিমুখ দৃষ্টিপাত তিনটাকায় পাঠকের হাতে পৌছানো সম্ভব হচ্ছে না পাঠকের দৃষ্টিপাত পাঠকেরই বাঁচিয়ে রাখতে হবে। এ কারনে দৃষ্টিপাতের মূল্য তিন টাকার পরিবর্তে চার টাকা নির্ধারন করে হাজার হাজার পাঠকের হৃদয়ের স্পন্দন, সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলার কণ্ঠ দৃষ্টিপাতকে বাঁচিয়ে রাখার চেষ্টা করার প্রানন্তকর প্রচেষ্টা করা হচ্ছে। মাত্র এক টাকা বৃদ্ধি দৃষ্টিপাতের প্রাণ রক্ষা করতে পারে। প্রিয় পাঠক দৃষ্টিপাতের একটাকা মূল্য বৃদ্ধির এ যাত্রায় ও সিদ্ধান্তে আপনারা সহমত হয়ে আপনাদের পত্রিকাকে এগিয়ে নিন। হাজার হাজার পাঠক দৃষ্টিপাতের এই পথ চলার শরিক হবেন এমন প্রত্যাশা দৃষ্টিপাতের।