কালিগঞ্জ প্রতিনিধি ঃ কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ “মা” বকুল বালা দাশের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। পারিবারিক ভাবে গতকাল উপজেলার বাজার গ্রাম রহিমপুর নিজ বাড়ীতে বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই দিনটি পালিত হয়। স্বর্গীয় মা বকুল বালা দাশ ও স্বর্গীয়-বাবা কালীপদ দাশের আত্মার শান্তি কামনায় মহোৎসব অনুষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়। পরে ধর্মীয় ভাবগাম্ভীর্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অন্নদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার মিলন কুমার ঘোষ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি গাজী জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক প্রভাষক জিএম, আতিয়ার রহমান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, সহকারি শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান, এম খাতুন সরঃ প্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গা রানী, ব্যাংক কর্মকর্তা কবি শওকত ওসমান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শ্যামল বিশ্বাস, ঠাকুরদাস স্বর্ণকার, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মলিক, শিক্ষিকা কনিকা সরকার সহ সাধু-সন্ন্যাসী, আত্মীয়-স্বজন, প্রতিবেশী শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। বিশেষ প্রার্থনা ও অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গোকুল কৃষ্ণ দাশ, সাবেক মেম্বার রাধাপদ দাশ, অনিল কৃষ্ণ দাশ, ছোট্টু কুমার দাশ, পল্টু কুমার দাশ, গৌর পদ দাশ, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, বড় কন্যা কানন বালা দাশ ও মিনতি রানী দাশ।