দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচক কমিটি। দলে ফিরেছেন বাবর আজম, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সব ফরম্যাটই খেলবেন এই তারকা ব্যাটার। চমক দিয়ে পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ পড়েছেন সাজিদ খান। প্রোটিয়াদের বিপক্ষে টেস্টেও ফেরা হচ্ছে না শাহীন শাহ আফ্রিদির। মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলি আগা এবং বাবর আজমের নাম আছে তিন ফরম্যাটেই। টেস্ট ও ওয়ানডেতে নাসিম শাহকে বেছে নেওয়া হয়েছে। আর শাহীন শাহ আফ্রিদি খেলবেন শুধু মাত্র সাদা বলের ফরম্যাট। এছাড়াও টেস্ট দলে ফিরেছেন ফাস্ট বোলার মোহাম্মদ আব্বাস, তিনি শেষবার ২০২১ সালের আগস্টে জ্যামাইকায় খেলেছিলেন। গত মাসে শ্রীলঙ্কা ‘এ’—এর বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে ১৫ উইকেট নেওয়ার পর ফাস্ট বোলার খুররম শাহজাদকেও টেস্ট দলে রাখা হয়েছে। মীর হামজাকেও রাখা হয়েছে ১৫ সদস্যদের টেস্ট স্কোয়াডে। তবে অফ—স্পিনার সাজিদ খান ইংল্যান্ডের বিপক্ষে ১৯ উইকেট নেওয়া সত্ত্বেও দল থেকে বাদ পড়েছেন। কন্ডিশন বিবেচনায় দলে আছেন নোমান আলী। এছাড়াও ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো সুযোগ পেতে চলেছেন সুফিয়ান মুকিম।
পাকিস্তানের টেস্ট দল : শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ—অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, বাবর আজম, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান গোলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, নোমান আলী, সাইম আইয়ুব ও সালমান আলী আগা।
পাকিস্তান ওয়ানডে দল : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির এবং উসমান খান।
পাকিস্তান টি—টোয়েন্টি দল : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির এবং উসমান খান।
১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারী পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই সফরে থাকছে তিনটি টি—টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট। ১০, ১৩ এবং ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৩ টি টি—টোয়েন্টি। ১৭, ১৯ এবং ২২ ডিসেম্বর হবে ওয়ানডে সিরিজ। ২৬ ডিসেম্বর এবং ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২ টি টেস্ট।