মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

প্রোটিয়াদের হোয়াইটওয়াশের স্বাদ দিলো পাকিস্তান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ওপেনার সাইম আইয়ুবের সেঞ্চুরিতে ওয়ানডেতে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। গত রোববার সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান বৃষ্টি আইনে ৩৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। সিরিজের প্রথম ম্যাচ ৩ উইকেটে ও দ্বিতীয়টি ৮১ রানে জিতেছিলো পাকিস্তান। এর ফলে ঘরের মাঠে প্রথমবারের মত ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলো দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় পাকিস্তান। খালি হাতে ফিরেন ওপেনার আব্দুল্লাহ শফিক। ৩.১ ওভার খেলার হবার পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। এক ঘন্টা খেলা বন্ধ থাকায় ম্যাচটি ৪৭ ওভারে নির্ধারিত হয়। দ্বিতীয় উইকেটে সাবেক অধিনায়ক বাবর আজমকে নিয়ে ১৩৩ বলে ১১৪ রানের জুটি গড়েন সাইম। ৭টি চারে ৭১ বলে ৫২ রান করে সাজঘরে ফিরেন বাবর। দলীয় ১১৫ রানে বাবর ফেরার পর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে দলের রান ২শ পার করেন সাইম। রিজওয়ানের সাথে ৭৫ বলে ৯৩ রানের জুটিতে ওয়ানডেতে তৃতীয় সেঞ্চুরি করেন সাইম। এই সিরিজের প্রথম ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন সাইম। ৯১ বলে সেঞ্চুরির পর দক্ষিণ আফ্রিকার অভিষিক্ত পেসার কর্বিন বশের বলে আউট হন সাইম। ১৩টি চার ও ২টি ছক্কায় ৯৪ বলে ১০১ রান করেন এই বাঁ—হাতি ব্যাটার। হাফ—সেঞ্চুরি তুলে বিদায় নেন রিজওয়ানও। ৫টি চার ও ১টি ছক্কায় ৫২ বলে ৫৩ রান করেন তিনি। ৩৮তম ওভারে দলীয় ২২৩ রানে রিজওয়ান ফেরার পর ষষ্ঠ উইকেটে সালমান আঘা ও তায়েব তাহিরের ৪৭ বলে ঝড়ো ৭৪ রানের জুটিতে ৪৭ ওভারে ৯ উইকেটে ৩০৮ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। সালমান ৩টি চার ও ২টি ছক্কায় ৩৩ বলে ৪৮ রান এবং তাহির ২৮ রান করেন। বৃষ্টি আইনে ৪৭ ওভারে ৩০৮ রানের টার্গেটে জবাব দিতে নেমে বড় ইনিংস খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকার উপরের সারির ব্যাটাররা। এতে ১২৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। ষষ্ঠ উইকেটে ৪৭ বলে ৭১ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে ফেরান হেনরি ক্লাসেন ও মার্কো জানসেন। ১২টি চার ও ২টি ছক্কায় ৪৩ বলে ৮১ রান করা ক্লাসেনকে ফিরিয়ে পাকিস্তানকে ব্রেক—থ্রম্ন এনে পেসার শাহিন শাহ আফ্রিদি। ক্লাসেন ফেরার পর পাকিস্তানের বোলারদের সামনে লড়াই করেছেন বশ। কিন্তু তার ৪৪ বলে অপরাজিত ৪০ রান বিফলে যায়। অন্যপ্রান্তে উইকেট পতনে ৪২ ওভারে ২৭১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের অভিষিক্ত স্পিনার সুফিয়ান মুকিম ৫২ রানে ৪ উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের সাইম। আগামী ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়ানে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com