স্টাফ রিপোর্টার ঃ দেশ বরেণ্য আইনজীবী, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রয়াত এ্যাড. আবদুল বাসেত মজুমদারকে স্মরন করলেন সাতক্ষীরার আইনজীবীরা। গতকাল অপরাহেৃ আইনজীবী সমিতির এক নম্বর ভবনের দ্বিতীয় তলায় সাতক্ষীরা আইনজীবীরা শোক শ্রদ্ধায় স্মৃতি চারনের মাধ্যমে দেশ বিখ্যাত আইনজীবীর কর্মময় সৃষ্টিশীল দিক তুলে ধরেন। সিনিয়র আইনজীবী এ্যাড. আজহারুল ইসলামের সভাপতিত্বে স্মরন সভায় বক্তব্য রাখেন আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি এ্যাড. শাহআলম, সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ইউনুছ আলী, সাবেক সাধারন সম্পাদক ও প্রাক্তন পিপি এ্যাড. ওসমান গনি, সাবেক সাধারন সম্পাদক এ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, অতিরিক্ত পিপি এ্যাড. তপন কুমার দাস, এ্যাড. মোশাররফ হোসেন সিদ্দিকী, এ্যাড. এসএম আশরাফুল আলম, এ্যাড. আজাদ হোসেন বেলাল, এ্যাড. প্রবীর মুখার্জী, এ্যাড. নাজমুন নাহার ঝুমুর, অতিরিক্ত পিপি এ্যাড. মিজানুর রহমান, এ্যাড. রঘুনাথ মন্ডল। স্মরন সভা পরিচালনা করেন এ্যাড. সাহেদুজ্জামান সাহেদ।