মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

প্রয়াত ও অসুস্থ্য আ’লীগ নেতাদের খোঁজ খবর নিলেন এমপি সেঁজুতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

নগরঘাটা প্রতিনিধি ॥ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি তালার ধানদিয়া ইউনিয়নের প্রয়াত আওয়ামী লীগ নেতাদের কবর জিয়ারত করেছেন। তিনি অসুস্থ্য ও প্রবীন আওয়ামী লীগ নেতাদের বাড়ি বাড়ি যেয়ে তাদের সাথে সাক্ষাত করেন এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে এলাকার সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন সম্পর্কিত বিষয় নিয়ে খোজ খবর নেন। গত ২৮ ফেব্র“য়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মত লায়লা পারভীন সেঁজুতি সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন সফর করেন। এমপি সেঁজুতি বার্ধক্যজনিত কারনে বিভিন্ন রোগে আক্রান্ত সেনেরগাতি গ্রামের শতবর্ষী আওয়ামী লীগ নেতা নবাত আলী দফাদার (১০২) ও ক্যান্সারে আক্রান্ত মো. সিরাজুল ইসলাম মোল্লার (৮৫) বাড়িতে যেয়ে তাদের চিকিৎসা ও পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রতি আহবান জানান। লায়লা পারভীন সেঁজুতি ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সোহেল উদ্দীন, আব্দুল গনি ধাবক, প্রয়াত মাষ্টার মো.আব্দুল গফফার, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জেল হোসেন সরদারের কবর জিয়ারত করেন এবং পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও খোঁজ খবর নেন। দিনভর এই সফরকালে উপস্থিত ছিলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা ডা. সোহেল উদ্দীনের একমাত্র ছেলে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান, ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য খায়রুজ্জামান সরদার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.এমাদুল মোল্লা, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান রেজা টুটুল, ২নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুর রউফ মল্লিক, ৪নং আনিসুর রহমান, ফুলবাড়ি বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম গাজীসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কবর জিয়ারতে দোয়া পরিচালনা করেন নুর ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com