দেবহাটা অফিস॥ মুক্তিযুদ্ধের বীর সেনানী নয় নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার বীরমুক্তিযোদ্ধা প্রয়াত ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের ২৩জুলাই ৩১ তমমৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। পারুলিয়াস্পথ মুক্তিযোদ্ধা অফিস মিলনায়তনে শাহাজাহান মাষ্টারস্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সহ ধর্মিনী রাবেয়া শাহজাহান, আগামী ২৩ জুলাই দিন ব্যাপীূ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্মৃতি সংরক্ষন পরিষদের সাধারন সম্পাদক আঃ কাদের মেম্বর, প্রাক্তন সভাপতি অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, প্রাক্তন ডেপুটি কমান্ডার আলহাজ্ব ইয়াছিন আলী, মুক্তিযোদ্ধা আইনজীবী এ্যাড. ইউনুস আলী, সখিপুর আ’লীগসভাপতি সরদার আমজাদহোসেন,বড় পুত্র বেতার প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, মেঝপুত্র সাইদুর হমান, বীর মুক্তিযোদ্ধা নজমছু সাহাদাৎ, বীর মুক্তিযোদ্ধা আঃহামিদ এ্যাড. বিভুতি ভূষন দত্তপ্রমুখ।