ফিংড়ী প্রতিনিধি ঃ সাতক্ষীরায় প্রায়ত শেখ আফজাল হোসেন মারুফের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুল বাড়িয়া গ্রামের এন আই ইসলামিয়া লাইবেরী ও এন আই যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রায়ত শেখ আফজাল হোসেন মারুফের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এন আই ইসলামিয়া লাইব্রেরী এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে এন আই ইসলামিয়া লাইব্রেরীর আয়োজনে বাজার শাখার সভাপতি ও ফিংড়ী পাওনিয়ার ক্লাবের সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ- লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন সম্পাদক আফম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক শেখ হারুনার রশিদ সদস্য এসএম শওকত হোসেন। সদর আ- লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, জেলা আ-লীগের সদস্য সাবেক চেয়ারম্যান মোঃ শামসুর রহমান, সদর আ-লীগের সাংগঠনিক সম্পাদক এন আই ইসলামিয়া লাইব্রেরীর সাধারণ সম্পাদক শেখ মনিরুল হোসেন মাছুম, জি ফুলবাড়ি দরবার শরিফ আদশ্য মিশনের পিরজাদা আলহাজ্ব মো: রেজাউল হাসান খান, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: হাসানুজ্জামান হাসান, সাবেক মেম্বার মহাদেব কুমার ঘোষ, মিজানুর রহমান, আব্দুর রকিব ঢালী, ফিংড়ী ইউনিয়ন আ’লীগের ভার প্রাপ্ত সভাপতি মো: রবিউল ইসলাম রবি, সদর যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক প্রভাষক মোঃ ময়নুর রহমার, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহাগ হোসেন সহ জেলা আ’লীগের সদর উপজেলা আ’লীগ ও যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা শিমুল বাড়িয়া উত্তর পাড়া বাইতুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মো: মিজানুর রহমান।