কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন ক্বারী শিক্ষক সদ্যপ্রয়াত আরশাদ আলীর মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ৯ মে) মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক কল্যাণে জমাকৃত অর্থ প্রয়াত শিক্ষক আরশাদ আলীর কন্যা ও স্ত্রীর হাতে তুলে দেয়া হয়। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকর্মী অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম, কামাল উদ্দীন, আব্দুল গফফার, শিক্ষক আব্দুল বারী, মাওলানা ওমর আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আইয়ুব আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, মহরুমের ভায়রাভাই সিদ্দীক হোসেন, শ্যালক অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ার হোসেন, বড়ভাই আতিয়ার রহমান, উপাধ্যাক্ষ আহম্মাদ আলীসহ সকল শিক্ষকসহ সকল শিক্ষক-কর্মচারী। পরে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আইয়ুব আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।