এফএনএস: দলের সদস্য নবায়ন ফরম নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর। গতকাল শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে ফরম সংগ্রহ করেন তিনি। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। প্রায় আট বছর পর গত ২০ জানুয়ারি দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু করে বিএনপি। ওইদিন সন্ধ্যায় গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির এ কার্যক্রমের উদ্বোধন করেন।