দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার ফতেপুর বটতলা মোড় থেকে বাঁশদহ মানিক স্বর্ণকারের বাড়ি পর্যন্ত তিন কিলোমিটারের অধিক ইটের সলিং রাস্তাটির সংস্কার কাজ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। তিনি গতকাল রাস্তার পরিদর্শনে গিয়ে স্থানীয় লোকজনদের সাথে কথা বলেন তারা রাস্তার ভঙ্গুর দশার কথা ও ভোগান্তির চিত্র তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন (ইউপি) সদস্য আহম্মাদ আলী শাহ, আনিসুর রহমান, ইফতেখার হোসেন, শাহাদাত হোসাইন সাজু, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।