দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ ফতেপুর পুকুরের পানিতে ডুবে মধুমিতা বিশ্বাস নামে ২ বছর বয়সি এক শিশুর করুন মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি গতকার বেলা ১২ দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে ঘটে। নিহত শিশু মধুমিতা নলতা ইউনিয়নের ইছাপুর (কাজলা) গ্রামের তিলক বিশ্বাসের কন্যা। স্থানীয় ইউপি সদস্য ও পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক সমস্যার কারণে মামার বাড়িতে থাকতেন মধুমিতা ও তার মা। গতকাল পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায় মধুমিতা।পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুরের পানিতে মধুমিতাকে ভাসতে দেখেন তার মা।পরে তারা তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসক কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।