দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ঃ কালিগঞ্জ উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় বিদ্যালয় চত্ত¡রে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম বারীর সভাপতিত্বে ফতেপুর এফএসএফএস সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রজব আলী, কুশুলিয়া স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মনোরঞ্জন রায়, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষ্ণুপদ আইন, অবসরপ্রাপ্ত শিক্ষক গৌরপদ বিশ্বাস, ফতেপুর এফ এস এফ এস সংগঠনের সভাপতি ইফতেখারুল ইসলাম সুমন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাওয়ান হারুন। পরে ফতেপুর এফ এস এফ এস সংগঠনের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ক্রেষ্ট প্রদান ও প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফতেপুর এফ এস এফ এস এর সংগঠনের সভাপতি ইফতেখারুল ইসলাম সুমন সহ-সভাপতি নুরুজ্জামান পাড়, ফখরুল ইসলাম সহ সকল সদস্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।