দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার ফতেপুর রুস্তম ও এন্তাজ আলী ফোরকানিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন ফোরকানিয়া মাদ্রাসার সভাপতি কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক নুরমোহাম্মদ পাড়। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে ফতেপুর পাড় পাড়া জামে মসজিদ সংলগ্ন রুস্তম ও এন্তাজ আলী ফোরকানিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফোরকানিয়া মাদ্রাসার উপদেষ্টা মাওলানা আঃ আজিজ, ইউপি সদস্য আহম্মাদ আলী শাহ,আহম্মাদ আলী পাড়, নুরুজ্জামান পাড়, আজবাহার তরফদার প্রফেসর আমজাদ হোসেন, শহীদুলাহ পাড়,আনারুল তরফদার,আঃ হাকিম সরদার, ফোরকানিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক কাঠুনিয়া রাজবাড়ী কলেজের অধ্যাপক ডঃ মিজানুর রহমান, কেশিয়ার রুহুল আমিন পাড় সহ সকল সদস্যবৃন্দ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আঃ মুমিন।