দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার ফতেপুর সংস্কৃতি পরিষদের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান একুশে ফেব্র“য়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও দুই দিনব্যাপী সংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বালক-বালিকাদের নিয়ে বিভিন্ন দেশাত্মবোধক গান কবিতা আবৃতি পরিচালনা করা হয় এবং প্রতি শ্রদ্ধা রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভা নাটক ও বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান ও একজন দুঃস্থ মহিলা কে বস্ত্র বিতরণ ও বিজয়ীদের মধ্যে বিভিন্ন ধরনের আর্কষনীয় পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে ফতেপুর সংস্কৃতি পরিষদের সভাপতি অনুকুল হাজরার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান পাড়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদ চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মোফাকার ইসলাম নিলু, আন্তর্জাতিক ফিফা রেফারি ইকবাল আলম বাবলু, শ্যামলী মন্ডল, ইউপি সদস্য আহম্মাদ আলী শাহ, ইউপি সদস্যা রোজিনা আক্তার, সাবেক ইউপি সদস্য কামাল সরদার, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ডাঃ হাবিবুর রহমান হবি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল হাকিম সরদার প্রমুখ।