এফএনএস: ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ৯ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তিন জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বোয়ালমারীর গুনবহা গ্রামে জমি নিয়ে একই গ্রামের বাসিন্দা সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদ ও নাসির বিশ্বাসের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে সাবেক কাউন্সিলর ফরিদের ছেলে রাহুল আহমেদ ও নাসির বিশ্বাসের ভাতিজার সঙ্গে স্থানীয় একটি সিঙ্গারার দোকানে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই জনের মধ্যে হাতাহাতি হয়। এরপর দুই পক্ষের লোকজন ঢাল—সড়কিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টা খানেক ধরে এ সংঘর্ষ চলে। পরে বোয়ালমারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুণবহা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর বিশ্বাস বলেন, গতকাল শুক্রবার দুপুরে গুণবহা গ্রামে বিবদমান দুই পক্ষের মধ্যে গেঞ্জামের কথা শুনেছি। তবে ঘটনাস্থলে না যাওয়ায় এ বিষয়ে বিস্তারিত কোনও ধারণা নেই। বোয়ালমারী থানার ওসি গোলাম রসুল বলেন, গুণবহা গ্রামে দুপুরে সংঘর্ষের ঘটনা শুনে দুই গাড়ি পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আটক করতে পারেনি। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত থানায় কোনও অভিযোগ আসেনি বলেও জানান ওসি। তিনি বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যাচাই—বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।