এফএনএস স্পোর্টস: দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগে ফেরা নটিংহ্যাম ফরেস্ট শক্তি বাড়াতে নামল দলবদলের বাজারে। নাইজেরিয়ান ফরোয়ার্ড তাইয়ো আয়োনিকে নিজেদের রেকর্ড ফিতে দলে টানল তারা। ২৪ বছর বছয়ী আয়োনি ইউনিয়ন বার্লিন থেকে পাঁচ বছরের চুক্তিতে ইংলিশ দলটিতে যোগ দিয়েছেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এজন্য ১ কোটি ৭০ লাখ পাউন্ড খরচ হয়েছে নটিংহ্যাম ফরেস্টের। বুন্ডেসলিগার দল ইউনিয়ন বার্লিনের হয়ে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে ২০ গোল করেন আয়োনি। প্রিমিয়ার লিগে ওঠার পর প্রথম খেলোয়াড় হিসেবে তার সঙ্গে চুক্তি করল ফরেস্ট। এক মৌসুম ধারে খেলার পর ২০২১ সালের জুলাইয়ে পাকাপাকিভাবে লিভারপুল থেকে ইউনিয়ন বার্লিনে যোগ দেন আয়োনি। ২০১৫ সালে ইংলিশ জায়ান্ট লিভারপুলে যোগ দিলেও ক্লাবটির প্রথম দলের হয়ে কোনো ম্যাচই খেলা হয়নি তার। অ্যানফিল্ডের দলটিতে নিজের ৬ বছরের অধ্যায়ের বেশিরভাগ সময়ই বিভিন্ন ক্লাবে ধারে খেলেছেন।