মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

ফসলি জমিতে হাতির তান্ডব \ কৃষকের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্ত এলাকার ফসলি জমিতে বন্যহাতির দল তান্ডব চালিয়েছে। এ সময় তাড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন নওশের আলী (৬৫) নামে এক কৃষক। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভ‚বনক‚ড়া ইউনিয়নের কড়ইতলী সীমান্তে এ ঘটনা ঘটে। হালুয়াঘাট থানার ওসি শাহীনুজ্জামান জানান, গভীররাতে ভারতের গারো পাহাড় থেকে একদল বন্যহাতি কড়ইতলী সীমান্তের ফসলি জমিতে তান্ডব শুরু করে। বিষয়টি জানতে পেরে কৃষকরা দল বেঁধে টর্চ লাইট ও মশাল জ¦ালিয়ে চিৎকার করে হাতি তাড়ানোর চেষ্টা করেন। এ সময় হাতির দল উল্টো তাদের আক্রমণ করলে অন্যরা দৌড়ে পালালেও নওশের আলী হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান। ঘটনাটি দুঃখজনক উলে­খ করে স্থানীয় বনবিভাগের গোপালপুর শাখার বিট কর্মকর্তা মাহজারুল হক জানান, গত কয়েক দিন ধরে ৩০-৪০টি বন্যহাতির একটি দল খাবারের সন্ধানে স্থানীয় কড়ইতলী পাহাড় ও আমতৈলী পাহাড়ের জঙ্গলে অবস্থান করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সুরুজ মিয়া বলেন, হাতির আক্রমণে কৃষকের প্রাণহানি ঘটনাটি মর্মান্তিক। এ অবস্থা চলতে থাকলে হাতির আক্রমণ থেকে ফসলি জমি রক্ষা করা সম্ভব হবে না। বিষয়টি বার বার উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় তুলে ধরা হয়েছে। কিন্তু প্রশাসন ও বনবিভাগ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com