এফএনএস: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্ত এলাকার ফসলি জমিতে বন্যহাতির দল তান্ডব চালিয়েছে। এ সময় তাড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন নওশের আলী (৬৫) নামে এক কৃষক। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভ‚বনক‚ড়া ইউনিয়নের কড়ইতলী সীমান্তে এ ঘটনা ঘটে। হালুয়াঘাট থানার ওসি শাহীনুজ্জামান জানান, গভীররাতে ভারতের গারো পাহাড় থেকে একদল বন্যহাতি কড়ইতলী সীমান্তের ফসলি জমিতে তান্ডব শুরু করে। বিষয়টি জানতে পেরে কৃষকরা দল বেঁধে টর্চ লাইট ও মশাল জ¦ালিয়ে চিৎকার করে হাতি তাড়ানোর চেষ্টা করেন। এ সময় হাতির দল উল্টো তাদের আক্রমণ করলে অন্যরা দৌড়ে পালালেও নওশের আলী হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান। ঘটনাটি দুঃখজনক উলেখ করে স্থানীয় বনবিভাগের গোপালপুর শাখার বিট কর্মকর্তা মাহজারুল হক জানান, গত কয়েক দিন ধরে ৩০-৪০টি বন্যহাতির একটি দল খাবারের সন্ধানে স্থানীয় কড়ইতলী পাহাড় ও আমতৈলী পাহাড়ের জঙ্গলে অবস্থান করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সুরুজ মিয়া বলেন, হাতির আক্রমণে কৃষকের প্রাণহানি ঘটনাটি মর্মান্তিক। এ অবস্থা চলতে থাকলে হাতির আক্রমণ থেকে ফসলি জমি রক্ষা করা সম্ভব হবে না। বিষয়টি বার বার উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় তুলে ধরা হয়েছে। কিন্তু প্রশাসন ও বনবিভাগ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।