পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সদস্য সচিব ও অধ্যক্ষ উৎপল কুমার বাইন। উপস্থিত ছিলেন, বিদ্যোৎসাহী সদস্য সিনিয়র সাংবাদিক তৌফিক মাহমুদ মুন্না, এসএম হাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ¦ ফাতেমা রহমান, দাতা সদস্য এসএম মোজাম্মেল হক, অভিভাবক প্রতিনিধি আব্দুস সামাদ সরদার, এনএম জাহাঙ্গীর আলম, নূর আলী মোড়ল, শিক্ষক প্রতিনিধি প্রভাষক ইতি বৈরাগী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার। সভায় কলেজের সায়েন্স ল্যাবের উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া সহ কলেজের উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।