শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

ফাইনালের পথে ইন্টার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: একই শহরের দুই ক্লাব। তারা খেলেও একই মাঠ-সান সিরোয়। এসি মিলান সাতবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে, আর ইন্টার তিনবার। তবে এক দশকের বেশি সময় ধরে বিবর্ণ দুই দল। ২০০৯-১০ মৌসুমে ইন্টার চ্যাম্পিয়নস লিগ জেতার পর থেকে এই টুর্নামেন্টে সাফল্য পায়নি ইতালির কোনো দল। আক্ষেপটা মেটানোর সুযোগ এবার। প্রায় ২০ বছর পর বুধবার রাতে আবারও চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়েছিল দুই মিলান। সেখানে জয় হয়েছে ইন্টারের। সান সিরোয় চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলানকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান। ইন্টারের হয়ে গোল করেন এডিন জেকো ও হেনরিখ মিখিতারিয়ান। ম্যাচের শুরু থেকেই মিলানের ওপর চড়াও ছিল ইন্টার। গোল পেতেও দেরি হয়নি, অষ্টম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল বাঁ পায়ের দুর্দান্ত এক ভলিতে জালে পাঠান জেকো। তিন মিনিট পর ব্যবধান বাড়ান মিখিতারিয়ান। বাঁ দিক থেকে দেওয়া ফেদেরিকো দিমারকোর পাস বক্স থেকে লক্ষ্যভেদ করেন তিনি। লিড নিয়েই বিরতিতে যায় ইন্টার। বিরতির পর গোল পেতে মরিয়া এসি মিলান বেশ কয়েক বার আক্রমণ চালায়। ৫০তম মিনিটে ব্রাহিম দিয়াসের নেওয়া শট অল্পের জন্য গোলপোস্ট মিস করে। ৬৪তম মিনিটে অলিভিয়ে জিরুদের পাস থেকে শট নেন সান্দ্রো তনালি। তবে পোস্টে লেগে আর গোল পাওয়া হয়নি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় এসি মিলানকে। আগামী মঙ্গলবার একই মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। সেটি অবশ্য হবে ইন্টারের ‘হোম ম্যাচ’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com