বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ফাইনালে উঠলেও জটিলতায় রংপুর রাইডার্স

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

গ্লোবাল সুপার লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের প্রতিনিধি দল রংপুর রাইডার্স। তবে শিরোপার লড়াইয়ে নামার আগে একাদশ সাজানো নিয়ে জটিলতায় রংপুর। স্কোয়াডে থাকা জাতীয় দলের তিন ক্রিকেটার সৌম্য সরকার, রিশাদ হোসেন ও আফিফ হোসেনকে ফাইনালের আগেই সেন্ট কিটসে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে বলেছে বিসিবি। শেষ পর্যন্ত যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে মাঠে না নেমেই ফাইনাল ম্যাচ ছেড়ে দিতে হবে রংপুরকে। খেলোয়াড় সংকটের কারণে একাদশ সাজাতেই বিপাকে পড়তে হবে রংপুরকে। গায়ানায় রংপুর রাইডার্স ও ভিক্টোরিয়ার ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় আজ ভোর ৫টায় হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় আগামীকাল রোববার রাত ৭:৩০ মিনিটে মাঠে গড়াবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে। বিসিবি চাইছে, রংপুর দলে থাকা সৌম্য, রিশাদ ও আফিফ ফাইনাল না খেলেই যেন যোগ দেন জাতীয় দলের ক্যাম্পে। বাংলাদেশের কোনো দলের প্রথম বৈশ্বিক ক্লাব টুর্নামেন্টের ফাইনালের আগে তাই সংকটের মুখে পড়ে গেছে রংপুর। চোটের কারণে ফাইনাল থেকে এর মধ্যে ছিটকে গেছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। এখন আরও তিন জনকেও যদি না পাওয়া যায় ফাইনালে, তাহলে টুর্নামেন্টের নিয়ম মেনে একাদশে স্থানীয় খেলোয়াড়ই থাকবেনা রংপুর স্কোয়াডে। আর ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে বাংলাদেশ থেকে নতুন কাউকে উড়িয়ে নিয়ে যাওয়াও সম্ভব হবে না। তবে রংপুর রাইডার্স দলের পক্ষ থেকে বিসিবিকে বলা হয়েছে, ফাইনাল শেষ হওয়া মাত্রই বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন তিন ক্রিকেটার। দুই পক্ষের মধ্যে আলোচনা এখনও চলমান রয়েছে এই বিষয়ে। ফাইনালের শেষ সময়ের প্রস্তুতির মাঝে রংপুর তাই অপেক্ষায় আছে বিসিবির সবুজ সংকেত পাওয়ার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com