শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

ফাইনালে জোকোভিচ-আলকারাজ লড়াই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: বছরের তৃতীয় গ্র্যান্ড ¯ø্যাম উইম্বলডন শুরু হওয়ার আগে থেকেই এবার ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা আলকারজ ও সাবেক শীর্ষ তারকা নোভাক জোকোভিচের সম্ভাব্য দ্বৈরথ নিয়ে টেনিস বিশ্বের প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণ করেছেন দুজনই। আজ রোববার উইম্বলডনের হাই-ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন দুই প্রজন্মের দুই শীর্ষ খেলোয়াড়। এর আগে শুক্রবার সেমিফাইনালে নিজেদের ম্যাচে দাপুটে জয় দিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছেন এবারের আসরের দুই শীর্ষ তারকা। বিশ্বের এক নম্বর খেলোয়াড় ও ইউএস ওপেন বিজয়ী আলাকারাজ শেষ চারে দানিল মেদভেদেভকে দাঁড়াতেই দেননি। ক্যারিয়ারের চতুর্থ ঘাসের-কোর্টের টুর্নামেন্টে তিন নম্বর মেদভেদেভকে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমের সরাসরি সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ এই তরুণ। আরেক সেমিফাইনালে বর্তমান অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ ইটালিয়ান নাম্বার এইট ইয়ানিক সিনারকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৭/৪) গেমে হারিয়ে নবম ফাইনাল নিশ্চিত করেছেন। এটি গ্র্যান্ড ¯ø্যামে জোকোভিচের রেকর্ড ৩৫তম ফাইনাল। রোববারের ফাইনালে ৩৬ বছর বয়সী সার্বিয়ান তারকা জোকোভিচ কিংবদন্তী রজার ফেদেরারের অষ্টম উইম্বলডন শিরোপা এবং মার্গারেট কোর্টের সর্বকালের সর্বোচ্চ ২৪তম গ্র্যান্ড ¯ø্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার লক্ষ্যে কোর্টে নামবেন। জুনে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে আলকারাজকে হারিয়েছিলেন জোকোভিচ। স্প্যানিয়ার্ড আলকারাজ অবশ্য ইনজুরির কারণে ঐ ম্যাচে খুব একটা বেশিদূর যেতে পারেননি। ২০ বছর বয়সী আলকারাজ বলেছেন, ‘আমি বিশ্বাস করি জোকোভিচকে হারানোর ক্ষমতা আমার আছে। সবাই জানে তিনি একজন কিংবদন্তী খেলোয়াড়। আমি লড়াই করবো। আমার নিজের উপর বিশ্বাস আছে। এখানে ভয় পাওয়ার কোন কারণ নেই, পরিশ্রান্ত হওয়ার কোন সময় নেই।’ এদিকে জোকোভিচ বিশ্বাস করেন গ্র্যান্ড ¯ø্যামের অভিজ্ঞতা তাকে রোববারের ফাইনালে এগিয়ে রাখবে এবং এই বিষয়টি ফাইনালে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে। কিন্তু একইসঙ্গে আলকারাজকে নিয়ে সতর্কবার্তাও উচ্চারণ করেছেন জোকোভিচ, ‘সে দারুণ ছন্দে রয়েছে। তার মধ্যে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তি রয়েছে। বয়সে তরুণ, তার মধ্যে শিরোপা জয়ের ক্ষুধা রয়েছে। একইসাথে আমি ক্ষুধার্ত। দেখা যাক কি হয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com