বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা শহর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জেলে বাওয়ালীদের লাইফ জ্যাকেট বিতরণ ও রেসকিউ বোটের উদবোধন খালেদা জিয়ার বিদেশ যাত্রা : রাস্তায় মানুষের ঢল কালিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র’র সাথে অনৈতিক কাজের অভিযোগ শ্যামনগরে এসওডির উপর পুনরূজ্জীবিতকরণ রিফ্রেশার্স প্রশিক্ষন অনুষ্ঠিত কেশবপুরের হাসানপুরে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা, সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত আশাশুনি সিএস ও এসএ ম্যাপ অনুযায়ী নদী খননের দাবীতে মানববন্ধন কলারোয়ায় যুবদলের কর্মী সমাবেশ কলারোয়ায় স্কাউটস এর ত্রি—বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত শ্যামনগরে বিদ্যুতের তার জড়িয়ে কৃষকের মৃত্যু

ফারুক—ফাহিমের দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন সুজন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথেই বোর্ডে এসেছিলেন নাজমুল আবেদিন ফাহিম। জাতীয় ক্রীড়া সংস্থা মনোনীত এই দুই পরিচালকই এখন নেতৃত্ব দিচ্ছেন বিসিবিকে। তবে স¤প্রতি তাদের মধ্যেই বেড়েছে দূরত্ব। ফারুকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করে পদত্যাগ করতে চেয়েছিলেন ফাহিম। তবে ফারুক দাবি করেছেন, সব সমস্যার অবসান হয়েছে। কিন্তু ক্রিকেট আঙিনায় এখনও আলোচনায় প্রভাবশালী দুই বোর্ড পরিচালকের দ্বন্দ্ব। এবার এ নিয়ে মুখ খুললেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ তীব্র অসন্তোষ জানিয়েছেন চলমান ইস্যুতে। তিনি বলেন, ‘দুজনই সাবেক ক্রিকেটার, তাদের কেন ইগোর প্রবলেম হবে? তারা তো ক্রিকেটের উন্নতির জন্যই এসেছেন। যখন এসেছেন তখন তো অনেক কমিটমেন্ট দেখেছিলাম। বিশেষ করে ফাহিম ভাই তো বলেছিলেন অনেক সুদূরপ্রসারী পরিকল্পনা করছেন। সেগুলো তো এখন আমি দেখছি না। এখন দেখছি লোভলালসার মতো হয়ে যাচ্ছে যে আমি ক্রিকেট অপারেশন্স না পেলে কাজ করব না, পদত্যাগ করব। এটা তো লোভলালসা। কেন এই লোভলালসা তাদের মধ্যে আসে? আমাকে কেন ক্রিকেট অপারেশন্স নিতে হবে? অন্য কমিটির চেয়ারম্যান হলে সার্ভ করতে পারব না কেন? উনি কি ক্রিকেট অপারেশন্সের মাস্টার? উনার আগে আকরাম ভাই মাস্টার। উনি চাইতে পারে, সাবেক ক্যাপ্টেন, আগেও চেয়ারম্যান ছিলেন।’ সুজনের মতে, ‘‘ইগোর’ সমস্যার কারণেই এ ঘটনা এতদূর গড়িয়েছে। বোর্ডের বিষয় গণমাধ্যমে আসার কারণেও প্রকাশ করেন অসন্তোষ’। তিনি জানান, ‘এটা ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে। আমার মনে হয় তাদের মধ্যে ইগোর প্রবলেম। এত অল্প পরিচালক দিয়ে ফারুক ভাইয়ের বোর্ড চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। কেন নতুন পরিচালক নিচ্ছেন না, যাদের নিতে চান তাদের নিয়ে নিলেই পারেন। তাদের এমন মনোভাব দেখে খারাপ লাগে। দুজনই সিনিয়র মানুষ, আমরা যাদের অনেক শ্রদ্ধা করি। তাদের যখন এমন দেখি, ক্রিকেটার হিসেবে লজ্জিত হই।’ এ সময় ওয়ার্কিং কমিটি গঠন করতে না পারাকে বর্তমান বোর্ডের ব্যর্থতা বলে উল্লেখ করেন সুজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com