কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের তুলসিডাঙ্গা গ্রামের সাবেক সেনা সদস্য কলারোয়া বাজারের আইডিয়াল ফার্মেসীর মালিক আমিরুল ইসলাম (৬৫) স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার ভোররাতে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যু কালে তিনি স্ত্রী,দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। জোহর নামাজের পর জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।