বিশেষ প্রতিনিধি ॥ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ২৪তশ বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শাখায় গতকাল ২৫ অক্টোবর বুধবার সকাল ১০টায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে নলতা শাখা ব্যবস্থাপক জি.এম মাসুম’র সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-শাখার ২য় কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, নলতা আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্জ মোঃ নজরুল ইসলাম, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমাজ সেবক আলহাজ্জ মোঃ আনিছুজ্জামান খোকন, আলহাজ্জ শিক্ষক মোঃ আবুল ফজল, ব্যবসায়ী ফজর আলী, আনারুল ইসলাম, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষপ্রান্তে দোয়া পরিচালনা করেন, হাফেজ মোঃ হাবিবুর রহমান।