ফিংড়ী প্রতিনিধি ঃ সাতক্ষীরার ফিংড়ীতে চেতনা নাশক ঔষধে ¯েপ্র করে দুর্ধর্ষ ঘটনা ঘটেছে। জানা গেছে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের উত্তর ফিংড়ী প্রাইমারি স্কুলের সামনে মসজিদ সংলগ্ন মেইন রোডের পাশে বাড়ি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক (৪৮) এর বাড়িতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার ঘরের গ্রিল ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে বাড়ির মালিকে চেতনা নাশক ঔষধ স্প্রে করে ঘরের ভেতরে থাকা আলমারি ভেঙ্গে সাড়ে পাঁচ ভরি স্বর্ণ অলংকার, একটি হোন্ডা হর্নেট মোটরসাইকেল যার নং সাতক্ষীরা – ল- ১২৫৩৭১. নগদ ১ লক্ষ ৩৮ হাজার ১শত ত্রিশ টাকা। দুইটা ব্যবহৃত টাচ সেট সহ একাধিক মালামাল চুরি করে নিয়ে গেছে। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রেজাউল হক জানান ভোরবেলা ঘুম থেকে উঠে দেখতে পাই তার সহধর্মিনী একাই খাটের উপর সোয়া এবং তাদের গায়ের উপর তাদের আলমারির ভিতরে রাখা কাপড় চোপড় গুলো গায়ের ছিটকে রাখা, খাটের নিচে কাপড়, শাড়ি সহ সকল মালামাল চতুর্দিকে ছড়ানো আছে। এমন অবস্থাদেখে অন্য রুমে যেয়ে দেখতেপাই অন্য রুমের ভেতর রাখা আলমারির কাপড় চাপড়, ও স্বর্ণ অলংকার এর বক্র ঘরের রুমের মেজেতে ফেলানো রয়েছে। রেজাউল হকের দুইতালায় থাকা রেজাউর হকের পুত্রকে ডাকলে সে এসে এমন অবস্থা দেখতে পাই। সে তাৎক্ষনিক সাতক্ষীরা সদর থানায় চুরির বিষয়টি জানালে। ঘটনা স্থালে ধুলিহর ব্রক্ষরাজপুর পুলিশ ফাড়ির এস আই হাসাদুজ্জামান ঘটনা স্থাল পরিদর্শন করে এবং চোর দলের রেখে যাওয়া স্থানীয় জনসাধারণ ও স্থানে চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান ও সদর আলীগের সহ-সভাপতি মোঃ স্যামিউল ফেরদৌস পলাশ সহ স্থানের গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সরেজমিন দেখেন এবং এমন ধরনের নেককারজনক কাজের সাথে জড়িত সকল চোরকে আইনের আওতায় এনে উপযুক্ত দাবি করেন এলাকাবাসি।