ফিংড়ী প্রতিনিধি ঃ ফিংড়ীতে দিনের পর দিন চোরের উপদ্রহ বেড়েই চলেছে, প্রশাসন হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয়রা। জানা গেছে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের সুলতাস পুর চাঁদপুর মালিরমোড় মো; শহিদুল ইসলাম প্রতিদিনের ন্যায় গত বুধবার তার নিজ বাড়িতে মটর ভ্যানটি চারজে বসিয়ে ঘুমান আনুমানিক রাত ৩ টার পর ঘুমথেকে জেগে দেখেন তার ব্যবহৃত মটর গাড়িটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে একপর্যায়ে সেটা পাওয়া যায়নি। গরিব ভ্যান চালক শহিদুল তার একমাত্র আয়ের উৎস চুরি হয়ে যাওয়া মটর ভ্যানটি হারিয়ে অনাহারে তার পরিবারকে নিয়ে মানবেতর জীবন যাপন করছে। একদিকে সমিতি থেকে লোন নিয়ে কিস্থির টাকা দিতে না পারা অন্যদিকে তার সংসার এর খরচ। এছাড়া গত বৃহস্পতি বার গোবরদাড়ী সরদার বাড়ী মোঃ ইউছুফ কবিরের বাড়তে তার ছেলে মুর্শিদ ব্যবহৃত মোবাইল ফোন জানালার ফাকদিয়ে হাত ঢোকায় নেওয়ার চেষ্টা করলে মুর্শিদ চোরের হাত দেখতে পাই তাকে ধরার চেষ্টা করলে চোর পালিয়ে যায়। একই রাতে অবসর প্রাপ্ত এ এস আই আলহাজ্ব মোঃ আলাউদ্দীন আজাদের বেড় থেকে কাঠাল চুরি করে নিয়ে যায়। এবং বিগত ১ সপ্তাহ আগে গোবরদাড়ী বায়তুল মকাদ্দাস কেন্দ্রীয় জামে মসজিদের গাছের কাঁঠাল চোরের এক সরদার এবং কয়েকটি মামলার আসামি মো: মাসুদ পারভেজ (রাবু) (৩০) আনুমানিক ১০০ টির মত গাছের কাঁঠাল চুরি করে কেটে নিয়েছে। এভাবে একের পর এক ফিংড়ীর গোবরদাড়ী গ্রামে চুরি হতেই আছে। এমন চুরি হতে থাকলে মানুষ অসহায় জীবন যাপন করতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু সংখ্যক ব্যক্তি জানিয়েছেন এলাকার কিছু গাঁজা খোর, বকাটে এবং গাঁজা ব্যবসায়ী তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হোক তাহলে চোরের উপদ্রহ কমে যাবে। এজন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কমান করেছেন।