ফিংড়ী প্রতিনিধি ঃ সাতক্ষীরা ফিংড়ীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদারী সরদার বাড়ী ঈদগা সংলগ্ন কুলতিয়ার রাস্তার কালপাটের মুখে ড্রেজার মেশিন লাগিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে চলেছে মোঃ আরিফ হোসেন। শনিবার দুপুর হতে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা চালাচ্ছে। এই অবৈধ কাজের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তির দাবি স্থানীয় সচেতন মহলের। স্থানীয় ব্যাংদহা দায়িত্ব রত নায়েব মোঃ আকরাম হোসেনকে জানাইলে বিষয়টি বন্দের জন্য স্পটে গেলে সেখানে কাউকে না পেয়ে জনসাধারণকে বলে যায় এখানে অবৈধ বালি উঠানো যাবে না বিষয়টি বন্ধের জন্য ৯৯৯ ফোন করা হয়েছে এবং ৩৩৩ কেউ অবগত করা হয়েছে বন্ধের জন্য। এর পূর্বেও একই স্থান থেকে রাস্তার কাজের জন্য বালি উঠানো হয়েছে। এবং সেখান থেকে লক্ষ লক্ষ টাকার বাণিজ্য করে নিয়েছে। অবৈধ ভাবে বালি উত্তোলন করা যেনো তাদের আয়ের একটি মাধ্যম বালি উত্তোলনের প্রত্যেকটি স্থানে বড় ধরনের জয়াল নিয়ে জনসাধারণের ফসলের জমি ভেঙ্গে পড়েছে। এই মুহূর্তে আবারো বালি উত্তোলন করলে জমি এবং ঘেরের জমি ভেঙে পড়বে। এই অবৈধ বালি উত্তোলন যেনো বন্ধ প্রশাসনের সহগযোগিতা কামনা করেছে স্থানীয়রা।