ফিংড়ী প্রতিনিধি: ফিংড়ীতে চোরের উপদ্রহ বেড়েছে মসজিদের দান বক্স ভেঙ্গে টাকা চুরি হয়েছে। জানা গেছে গতকাল শুক্রবার রাতে সদরের ফিংড়ে গোবরদাড়ী স্কুল মাঠে দুই-টা টাইচ করা দান বক্স ও ভালুকা চাঁদপুর মানিকচৌধুরি জামে মসজিদের টাইচ করা দান বক্স ভেঙ্গে তিন-টা মিলে আনুমানিক ৩০ হাজার টাকা চুরি করেছে বলে জানান এলাকা বাশি। একি রাতে গোবরদাড়ী সানাবাড়ি মোঃ ডন এর বাড়িতে থাকা ব্যাটারি চালিত ভ্যানের ব্যাটারির খাঁচা কেটে চারটা ব্যাটারি চুরি করে নিয়েছে বলে জানা গেছে। দরিদ্র পরিবারের ভ্যানের ব্যাটারি চুরি হওয়ায় ডন মানুষিক ভাবে দুর্বল হয়ে পড়েছে। চুরি করা ব্যাটারির আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা বলে জানা গেছে। রাতে চুরির বিষয়ে স্থানীয়রা জানান এলাকায় গাঁজা খোরের উৎপত্তি বেশি হওয়ায় এমন ধরনের নেক্কার জনক কাজ হচ্ছে। তা না হলে মসজিদের দান বক্সর টাকা চুরি করতে পারতো না। স্থানীয় জনসাধারণ এসব চোরের মুল হোতা কে বা কারা তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শান্তির ব্যাবস্থা করার প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে গোবরদাড়ী বাশি।