ফিংড়ী প্রতিনিধি মিল্টণঃ ফিংড়ীর ৮নং ওয়ার্ড আ-লীগের উদ্দ্যোগে মহাজোটের পক্ষে ভোট চেয়ে নজরুল ইসলামের পথসভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে সাতক্ষীরা সদর উপজেলা ফিংড়ী ইউনিয়নের ৩টি ওয়ার্ডে মহাজোটের মতবিনিময় সভায় মহাজোটের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সন্ধার পথসভায় সভাপতি মোঃ মেহেদির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ- লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাতক্ষীরা সদন ২ আসনে নাঙ্গল প্রতীকের মহাজোটের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করার লক্ষ্যে আ- লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দকে সাথে নিয়ে একযোগে কাজ করে যাচ্ছি। শান্তির জন্য পরিবর্তন পরিবর্তনের জন্য জাতীয় পার্টি এই স্লোগানে সাতক্ষীরা সদর -২ আসনের মহাজোটের প্রাথী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সৎ, নির্ভীক, ন্যায় বিচার ও বৈসম্যহীন সমাজ ব্যাবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকারবদ্ধ। জেলা ছত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান আশিক, সদর আ-লীগের সহ-সভাপতি মো স্যামিউল ফেরদৌস পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, প্রচার সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ফিংড়ী পাইওনিয়ার ক্লাবের সভাপতি মোঃ সেলিম রেজা, ফিংড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয় আ-লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান, ফিংড়ী ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মোঃ হুমায়ন কবিরা, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আরিফ হোসেন।