ফিংড়ী প্রতিনিধি ঃ ফিংড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় গাছ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ফয়জুলাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে। গত সোমবার সাড়ে তিনটার দিকে সরজমিনে গিয়ে দেখা গেছে, সরকারি নীতিমালা কে উপেক্ষা করে কর্তন করা হচ্ছে। এলাকাবাসি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ও নবাগত ম্যানেজিং কমিটির সভাপতি সহ সদস্যদের ইঙ্গিতে এই বৃক্ষ কর্তন করা হয়েছে। ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ আব্দুল কাদের মোলা দৃষ্টিপাতকে জানান, নবাগত ম্যানেজিং কমিটি গঠনের পর তারা সরকারি নীতিমালাকে তোয়াক্কা না করে বৃক্ষনিধন করেছে। আমি এমন কাজ আগে কখনো দেখি নাই। স্থানীয় জনসাধারণ আরো বলেন, ফিংড়ী ফয়জুলাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩রা ডিসেম্বর) শনিবার বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটি কর্তৃক সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে গাছ কর্তন করা হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোমেনা সুলতানার স্বামী ইউপি সদস্য আবু সাঈদ মোলা, প্রধান শিক্ষক শামছুরন্নাহার, গ্রাম পুলিশ আয়ুব আলীকে সরজমিনে উপস্থিত রেখে ৪টি গাছ ও ১০টি গাছের বড় ডাল কর্তন করে। এ বিষয়ে ইউপি সদস্য ও প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তারা বলেন, উপজেলা শিক্ষা অফিসার লিখিত স্বাক্ষরে গাছের ডাল কাটা হচ্ছে। তবে কেউ কোন কাগজ পত্র দেখাননি। এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার দুলাল এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে শুনেছি কিছু গাছের ডালপালা কাটা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেব। দিনে দুপুরে সরকারি সম্পত্তি সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও স্কুল পরিচালনা কমিটির কর্তৃক লোপাট করায় সংশ্লিষ্ট প্রশাসনের অবহেলা মনে করছেন। স্থানীয় সচেতন মহল। এমন নেক্কারজনক ঘটনার সাথে জড়িত দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার আশুহস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।