ফিংড়ী প্রতিনিধিঃ ফিংড়ী সহ ১৩টি বিলের আওতায় থাকা ঘের মালিকের মাথায় হাত উঠেছে। জানা গেছে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন সহ ১৩টি বিলের আওতায় থাকা আনুমানিক কয়েক হাজার বিঘা ঘের মালিক দীর্ঘ দিন মৎস্য ঘের করে আসছে। বর্তমান বছরে বৃষ্টি কম হাওয়াই সকল ঘের মালিকরা তাদের নিজস্ব টাকার বিনিময়ে শুধু ঘের ও ইরি বোলাক করার আশায়। কুলা ইউনিয়নের আমদ খালি গেট খনন করে। যেখান থেকে পানি তুলে সেই পানি ঘের মালিকের রুজি রোজগারের উৎস হিসাবে ব্যবহার করে। কিন্তু সেই পানি বের করার জন্য ব্যাংদহা গেটহতে পানি সরিয়ে দেওয়ার জন্য কিছু মহল আক্রোশ মুলক ্ভাবে খালের মুখ কেটে পানি বাহিরে বের করে দিচ্ছে। এই খালের পানি বেরকরে দিলে হাজারো ঘের মালিকের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। একটু লাভের আশায় ঘের মালিকরা বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে ঘের করেছে। সেই আশার বাতি নিভিয়ে দিচ্ছে কিছু ব্যক্তিরা। অনেকে আবার এই খালের পানি দিয়ে ইরে মৌসুমে ম্যাশিন দিয়ে পানি সেচ করে ধান করে তাদের জীবিকা নির্ভর করে। সেটা থেকে বঞ্চিত হবে। পানি ছাড়া ঘের মালিক ইরে মৌসুমের বুলাক করা থেকে বঞ্চিত হবে। যাতে উক্ত বিলের পানি নিষ্কাশন না করা হয় এবং দ্রুত খালের বাত বেঁধে দেওয়া হয়। সে জন্য যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগি মালিকরা।