ফিংড়ী প্রতিনিধি ॥ সাতক্ষীরায় ৫ বছরের শিশু ধর্ষনের অভিযোগে ষাটউর্দ্ধ বৃদ্ধাকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল বিকালে সদরের ফিংড়ী ধর্ষকের বাড়ি থেকে তাকে আটক করে বহ্মরাজপুর ফাড়ির পুলিশ। আটক ফিংড়ী ইউনিয়নের গোরবদাড়ী উত্তরপাড়া গ্রামের মো: মুনসুর সরদার (৬০)। স্থানীয় সূত্রে জানাগেছে, ধর্ষক মুনসুর বাড়ির পার্শ্ববতি অসহায় দারিদ্র ব্যক্তির ৫ বছরের মেয়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে বাড়িতে ডেকে নেয়। এক পর্যায়ে ধর্ষনের চেষ্টা করলে মেয়েটির চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে ধর্ষক মুনসুর পালিয়ে যায়। পরে বিষয়টি পরিবারের পক্ষ থেকে সদর থানায় জানানো হলে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঐ ব্যক্তিকে আটক করে। একই সাথে ভিকটিম কে হাসপাতালে ভর্তি করেন। এই নেককর জনক ঘটনার জন্য মুনসুর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। এ বিষয়ে ফাড়ির ইনচার্জ মো: হাসানুজ্জামান জানান, ধর্ষনের ঘটনায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।