শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নলতায় ঠান্ডা পানি, স্যালাইন ও তরমুজ বিতরণ নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ আবারও উপজেলার শ্রেষ্ঠ পাইকগাছায় আধা কেজি গাঁজাসহ যুবক আটক আশাশুনি উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন ও নির্মাণ শ্রমিক ফেডারেশনের মে দিবস পালিত কয়রায় উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৫ প্রার্থীর মনোনয়ন জমা তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আর্থ-সামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ -সিটি মেয়র আসন্ন ষষ্ঠ শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিমা রানীর গণসংযোগ উপজেলা নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ করাই লক্ষ্য: প্রধানমন্ত্রী

ফিলিস্তিনিরা নয় ইসরাইলই নিশ্চিহৃ হবে প্রত্যাশা হামাসের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক॥ দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা গাজা উপত্যকায় তাদের নিষ্ঠুরতা হত্যাকান্ড পরিচালনা অব্যাহত রেখেছে। বর্বর ইসরাইলি বাহিনী কেবল প্রকাশ্যেই নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে তা নয় তারা একের পর এক গুপ্ত হত্যাকান্ড ও পরিচালনা করেছে এবং উক্ত গুপ্ত হত্যাকান্ড কেবল দুই একজনকে নয় শতশত ফিলিস্তিনিকে হত্যা করে তাদের লাশ গণ কবরে পুতে রাখে উক্ত গণ কবরের সন্ধান বর্তমান সময়ে বেরিয়ে আসছে। গত দুই দিন পূর্বে খান ইউনিসের আল সিফা হাসপাতাল সংলগ্ন এলাকা হতে শতাধীক ফিলিস্তীনির মরদেহ উদ্ধার করার পর গতকাল ও একই হাসপাতাল এলাকা হতে শতাধীক ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে উদ্ধার কারীরা। গাজার ঘরে ঘরে অভাব ক্ষুধা আর খেতে ান পারা ফিলিস্তিনিদের আর্তচিৎকার দৃশ্যতঃ ঐতিহ্যবাহী গাজাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্ষুধা ও দুর্ভিক্ষ পিড়িত এলাকা হিসেবে বির্নিমান করেছে। গাজা উপত্যকার অন্যতম জনবহুল ও সমৃদ্ধশালী নগর হিসেবে রাফার তুলনানেই দখলদার বাহিনী বর্তমান সময় গুলোতে রাফাতে চালাচ্ছে ব্যাপক ভিত্তিক হত্যাকান্ড এবং নির্বিচারে পরিচালনা করছে গ্রেফতার অভিযান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছেছে যে, দখলদার ইসরাইলি বাহিনীর গ্রেফতারের অংমে পরিনত হচ্ছে গাজার নারী ও কিশোরীরা একানেই শেষনয় গ্রেফতার কৃত নারীদের ওপর চালানো হচ্ছে যৌন নিযাতন। হামাসের পক্ষ হতেবার বার অভিযোগ করে বলা হচ্ছে ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনিদের ইপর শারিরীক ও মানসিক নির্যাতন চালাচ্ছে দখলদার বাহিনী। গাজার মা বোনদের ওপর নিষ্ঠুর, পৈশাচিক যৌন নির্যাতন ও করা হচ্ছে। হামাস প্রধান ইসমাইল হানিয়া আবারও বলেছে কোন অবস্থাতেই ইসরাইলিদের দখলদারিত্ব মেনে নেওয়া হবে না। দখলদার ইসরাইলি বাহিনী সময়ের ব্যবধানে হামাসের হাতে পরাজিত হবে। উল্লেখ্য গত সাত অক্টোবরের হামাস যোদ্ধারা ইসরাইলের ভূ-খন্ডে প্রবশেকরে হাজারো ইসরাইলিকে হত্যাকরে এবং সহস্রাধীক ইহুদীদেরকে পনবন্দী হিসেবে অপহরন করে নিয়ে আসে। কিন্তু বাস্তবতা হলো দখলদার ইসরাইলি বাহিনী দীর্ঘ সাত মাসের গণহত্যা ও ধ্বংস যজ্ঞ পরিচালনা করেও এখনও পর্যন্ত উদ্ধার করতে পারেনি ইসরাইলিদের এখানেই সহজইে অনুমেয় হামাসের শক্তি এবং যথার্থ কতটুকু। দখলদার বাহিনীর গোয়েন্দা প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আল জাজিরা টেলিভিশন জানিয়েছে ইসরাইলে গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল আহরন হ্যালিভা পদত্যাগ করেছে। আর তার পদত্যাগের মাধ্যমে ইসরাইলি সেনা বাহনিীর মধ্যকার দুর্বলতা,ব্যর্থতা এবং বিশৃঙ্খলার বিষয়টি সমানে চলে এসেছে। আল জাজিরা আরও জানিয়েছে গত বছরের সাত অক্টোবর হামাস ইসরাইলের অভ্যন্তরে প্রবেশকরে হত্যা আর অপহরনের ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিতই ইসরাইলের গোয়েন্দা ব্যর্থতা যে কারনে দীর্ঘদিন যাবৎ বিষয়টি নিয়ে তদন্তচলছিল, সর্বশেষ গতকাল গোয়েন্দা প্রধানের পতদ্যাগের মাধ্যমেদেশটির গোয়েন্দা বিভাগের ব্যর্থতার বিষয়ীট স্পষ্ট হলো। এদিকে দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যলা গাজার পশ্চিমতীরে একের পর এক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করে চলেছৈ এবং সেখানে মোতায়েন করা ইসরাইলের একটি সেনা ইউনিটের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবরে বলা হয়েছে পশ্চিম গাজায় মোতায়েন করা নেতজাহ ইয়েহুদা নামক সেনা ইটউনিটটি নির্বিচারে গণহত্যা সহ বহু ধরনের মানবাধিকার লঙ্ঘন করার কারনে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারনে উক্ত ইউনিট মার্কিন অস্ত্র ও আর্থিক সহযোগিতা না থাকা অথবা হামলা করার বিষয়টি সামনে এসেছে। এদিকে দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা গতকালও গাজা উপত্যকায় ত্রান সরবরাহে ও বিতরনে বাঁধা প্রদান করছে। গাজার অধিবাসিরা সম্পূর্ণ ভাবে চিকিৎসা বঞ্চিত। এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চৌত্রিশ হাজারের অধিকফিলিস্তিনি কে হত্যা করেছে ইসরাইল। গতকালও তেল আবিবে হাজার হাজার ইসরাইলি বিক্ষোভ করেছে। জাতিসংঘ আবারও হুশিয়ারী করে বলেছে গাজার পরিস্থিতি বসবাসের অনুপোযুক্ত অবিলম্বে খাদ্য আর চিকিৎসা সেবা না হলে গাজাবাসি হারিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com