সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা আহছানিয়া মিশনের ক্ষমতা কুক্ষিগতকারী বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ দুর্নীতিবাজদের বিচারের দাবীংেত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট আশাশুনি উপজেলা জামায়াতের কমিটি গঠন আশাশুনি সমাজ কল্যাণ পরিষদে অর্থে ভিক্ষুক পুনর্বাসন ও অনুদান বিতরণ নূরনগর আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন আশাশুনি টঙ্গী ইজতেমায় হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরা উলামা পরিষদের মানব বন্ধন সাতক্ষীরায় কৃষি ঋণ কমিটির সভা নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থ ছাত্রীর বড়ীতে \ উচ্ছ্বাসিত শিক্ষার্থী পরিবার বটিয়াঘাটায় ইজতেমায় হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন ও দোয়া অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ বিশ্ব সন্ত্রাসী অবৈধ দখলদার ইসরাইল রাষ্ট্র কর্তৃক নিরীহ ও স্বাধীনতাকামী ফিলিস্তিনি মুসলমানদের উপরে বর্বরোচিত হামলা ও নৃশংস ধ্বংসযজ্ঞের প্রতিবাদে শ্যামনগর উপজেলার নূরনগরে মানববন্ধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ অক্টোবর সোমবার বেলা ১১ টায় নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে নূরনগর বাজার সংলগ্ন ডাঃ আইয়ুব আলী মার্কেট চত্বরে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আলেম-ওলামায়ে কেরামগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও অত্র এলাকার শত শত মানুষের উপস্থিতিতে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও দোয়া অনুষ্ঠানে নূরনগর মানবতা কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নূরনগর শিয়া মসজিদের সভাপতি সাবেক সেনা সদস্য শেখ রওশন আলম, মাওঃ আবু সাঈদ (কোম, ইরান), মাওঃ রমজান আলী, নূরনগর বাজার জামে মসজিদের পেশ ইমাম মৌলভী মোঃ আব্দুল জলিল প্রমুখ। এসময় মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জাতিগতভাবে পৃথিবীর নিপীড়িত মজলুম মানুষের পক্ষে। কোনো দখলদার বাহিনীকে আমরা সমর্থন করি না। ফিলিস্তিনের ভূমিতে আশ্রয় নিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে আগ্রাসন চালাচ্ছে তা কখনোই মেনে নেওয়ার মতো নয়। আমেরিকাসহ যে দেশগুলো সারা বিশ্বে মানবতার বুলি আওড়ায় তারা আজ ইসরায়েলী বাহিনীর নৃশংসতাকে নির্লজ্জভাবে সমর্থন করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় মানববন্ধনে সকলেই বিশ্বের মুসলিম, এক হও এক হও, ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং বাংলাদেশের পতাকা, ফিলিস্তিনের পতাকা, ফ্রী প্যালেস্টাইন, বাংলাদেশ স্ট্যান্ডস উইথ প্যালেস্টাইন সহ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অবস্থান করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির আহমেদ, পল্লী চিকিৎসক ডাঃ আলহাজ্ব শেখ আইয়ুব আলী, প্রভাষক মোঃ আরাফাত হোসেন, ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্চু, নূরনগর ক্যাটারিং সার্ভিসের পরিচালক মোঃ ফারুক হোসেন, ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক, অত্র ফাউন্ডেশনের সদস্য মোঃ শফিকুল ইসলাম, মেহেবুব আলম সবুজ, মোঃ হাফিজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। নিরীহ ও শান্তিকামি ফিলিস্তিনি মুসলমানদের উপরে বর্বরোচিত হামলা ও নৃশংস ধ্বংসযজ্ঞের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিয়া মসজিদের পেশ ইমাম মাওঃ সাজেদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ধারাভাষ্যকার মোঃ শাহজাহান সিরাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com