কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ ফিলিস্তিনে সাধারণ জনগণের উপর দখলদার ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেল যোগে বিক্ষোভ করেছে শতাধিক তৌহিদী জনতা। শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নে ওই বিক্ষোভের আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অর্ধশতাধিক মোটরসাইকলে যোগে হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা এবং মাথায় প্লাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন। ফিলিস্তিনের প্রতি নৈতিক সমর্থন জানিয়ে তারা বলেন, ফিলিস্তিনে বছরের পর বছর দখলদার ইসরাইলের আগ্রাসি হামলায় শিশু থেকে নানান বয়সী নারী-পুরুষের মৃত্যু এখন নিত্যদিনের খবরে পরিণত হয়েছে। স্বাধীন ফিলিস্তিন ভূখন্ডে ইহুদিদের বসতি স্থাপনে যে ইসরাইলের জন্ম সেখানে দখলদার থাবায় ফিলিস্তিন আজ নিজভূমিতে পরাধীন। গাজা উপত্যকায় যখন প্রতিবাদের সূচনা হচ্ছে তখন একের পর এক ভয়াবহ ইসরাইলী হামলায় হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করছে ইসরাইল বাহিনী। মুসলিমদের পবিত্র ভূমি জেরুজালেমের আল-আকসা মসজিদেও নামাজ পড়তে বাধাঁ দিচ্ছে ইসরাইলী বাহিনী। তাদের বন্দুকের নলের সামনেই ফিলিস্তিন মুসলিমদের জীবন আজ বিপন্ন। রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনসহ সারা বিশ্বের মুসলিমদের প্রতি সংহতি এবং দখলদার ইসরাইল ও ইসরাইলী পণ্য বয়কটের আহবান জানান বিক্ষোভে অংশ নেয়া সাধারণ জনতা। নানান পেশার সাধারণ মানুষের ওই বিক্ষোভে আরো অংশ নেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, সাবেক মেম্বার মিঠু, মাওলানা মহিউদ্দীন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।