দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা ছাত্র জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজাতে ইসরায়েল বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে সখিপুর মোড় এবং কলেজ মাঠ থেকে, দেবহাটা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ সার্বিক পরিচালনায় সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ সহযোগিতায়। উপস্থিত ছিলেন মোঃ জাহিদ হোসেন, আলহাজ্ব ফজলুল হক আমিনী আফরিন মিলি, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন,সদস্য সচিব ফিরোজ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ তিন কিলোমিটার অতিক্রমণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ফিলিস্তিনে ইসরায়েলের নির্মম বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন,”ইসরায়েল হায়নার মত আমাদের মুসলিম ভাইদের উপর হামলা করেছে।তারা শিশু,নারী, পুরুষ সকলের উপর বর্বর হত্যাযোগ্য চালিয়েছে। কিন্তু মুসলিম উম্মাহ এখনো নিরব দর্শকের ভূমিকা পালন করছে যা পুরো জাতির জন্য লজ্জা এবং পরিপূর্ণ মুনাফিকের লক্ষণ প্রকাশ করে “বক্তারা সমস্ত উম্মাহকে এক হওয়ার আহ্বান জানান। দ্রুত ফিলিস্তিনি ভাইদের সহায়তা করার জন্য আহ্বান জানান।ইসরাইলি পন্য বর্জনের আহবান জানানো হয়।