এফএনএস স্পোর্টস: পৃথিবীতে যত উন্মাদ সমর্থক আছেন, তাদের সিংহভাগই সম্ভবত আর্জেন্টিনার জনগন! দল জিতলে তাদের আনন্দ যেন বাঁধনহারা হয়, তেমনই দল হারলে ফুটবলারদের কপালে নেমে আসে দুর্ভোগ। প্রাণনাশের হুমকি, মারধর, গাড়ি জ¦ালিয়ে দেওয়া, বাড়িঘরে হামলা তো নিয়মিত ঘটনা। দল হেরে যাওয়ায় গুলি করার ঘটনাও আছে! এবার দেশটিতে আলদোসিভির সমর্থকেরা ক্লাবটির খেলোয়াড় ও কোচিং স্টাফদের গাড়ি আগুনে পুড়িয়ে দিলেন! ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশন লিগের একটি ম্যাচে। ওই ম্যাচটিতে আলদোসিভি ২-০ গোলে হেরে যায় গদয় ক্রুজের কাছে। এতেই ক্ষেপে যান আলদোসিভির সমর্থকেরা। তারা উন্মাদের মতো আচরণ শুরু করেন এবং আলদোসিভির খেলোয়াড় ও কোচিং স্টাফদের মোট পাঁচটি গাড়ি আগুনে পুড়িয়ে দেন। যার মাঝে চারটি গাড়ি ফুটবলারদের; যেগুলো অনেক নামি দামি ব্র্যান্ডের। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, মেন্দোজায় অনুষ্ঠিত ম্যাচটিতে আলদোসিভির হারের পর কিছু উন্মাদ সমর্থক গুলি ছুড়তে ছুড়তে ক্লাবের সীমানায় ঢুকে পড়েন। গাড়িতে আগুন দেওয়া হয়। ক্লাবের কর্মী ও নিরাপত্তারক্ষীরা ভয়ে কোনো অ্যাকশনে যেতে পারেনি। পুলিশে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এই ঘটনার পেছনে আর্জেন্টিনার উগ্র ফুটবল সমর্থকগোষ্ঠী ‘বারা ব্রাভা’কে দায়ী করা হচ্ছে। সমর্থকদের এমন আচরণের নিন্দা জানিয়েছে আলদোসিভি কর্তৃপক্ষ।