সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা আহছানিয়া মিশনের ক্ষমতা কুক্ষিগতকারী বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ দুর্নীতিবাজদের বিচারের দাবীংেত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট আশাশুনি উপজেলা জামায়াতের কমিটি গঠন আশাশুনি সমাজ কল্যাণ পরিষদে অর্থে ভিক্ষুক পুনর্বাসন ও অনুদান বিতরণ নূরনগর আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন আশাশুনি টঙ্গী ইজতেমায় হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরা উলামা পরিষদের মানব বন্ধন সাতক্ষীরায় কৃষি ঋণ কমিটির সভা নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থ ছাত্রীর বড়ীতে \ উচ্ছ্বাসিত শিক্ষার্থী পরিবার বটিয়াঘাটায় ইজতেমায় হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

ফুলে-ফলে শোভা পাচ্ছে আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের শখের ছাদ বাগান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

মোস্তাফিজুর রহমান, আশাশুনি থেকে \ বাংলাদেশে প্রধানত শহরগুলিতে বর্তমানে ব্যবহারযোগ্য জমির পরিমাণ কমে যাওয়ায় বৃক্ষরোপণের চাহিদা মেটাতে ও শখ হিসেবে ছাদে বাগান করা একটি বিকল্প উপায় হয়ে উঠছে। ছাদে বাগান যেমন শোভা বর্ধন করে, তেমনি পরিবেশ ঠিক রাখে। দেখা যায় কোনো বাসার ছাদে যদি একটু বাগান থাকে, তাহলে বাসাটা আলাদাভাবে নজর কাড়ে। শহরের পাশাপাশি গ্রামের সৌখিন আর প্রকৃতি প্রেমী মানুষদের অনেকে শখের বসে বাসা বাড়ির ছাদে মনোরম ছাদবাগান গড়ে তুলছেন। ঠিক তেমনই একজন সৌখিন আর প্রকৃতি প্রেমী মানুষ আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবিএম মোস্তাকিম। চাপড়া বাসস্ট্যান্ড সংলগ্ন তার বাসার দ্বিতীয় তলায় গেস্ট রুমের সম্মুখে প্রায় ৭শত বর্গ ফুট জুড়ে ড্রাগন, জবা, চায়না রোজ, হলুদ গোলাপ, ক্যাক্টাসসহ টপে দেশি বিদেশী বহু ফুল গাছ দেখলে মন ভরে যাবে। তৃতীয় তলার প্রায় ৩হাজার বর্গ ফুট জুড়ে ড্রামে উন্নত জাতের দেশী-বিদেশী মালটা, থাই ও চায়না কমলা, পেয়ারা, ডালিম, জামরুল, আম, রাম্বুটান, আমড়া, কামরাঙ্গা, মিস্টি তেঁতুল, কদবেল, জাম্বুরা, আনার, জাম, বেলাসহ বিভিন্ন প্রজাতির ৪০ থেকে ৪৫টি ফলের গাছ দেখে মনে হবে এ যেন এক টুকরো নির্মল উদ্যান। এর বাহিরেও চাপড়া বাসস্ট্যান্ড সংলগ্ন বাগান বাড়ির পাশাপাশি মহেশ্বরকাটিতে তার উন্নত জাতের হাই ব্রীগ নারকেল গাছের বাগান আছে বলে জানা গেছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম বিশেষ কাছে আশাশুনিতে আসলে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সাথে তার চাপড়া বাসস্ট্যান্ড সংলগ্ন বাসভবনে সৌজন্য সাক্ষাৎ শেষে তার ছাদ বাগান ঘুরে দেখান তিনি। দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এসময় প্রতিবেদককে জানান, শত ব্যস্ততার মাঝেও মোস্তাকিম ভাই তার ছাদটাকে ফল ও ফুল গাছ লাগিয়ে যে প্রাকৃতিক পরিবেশ তৈরী করেছেন সেটা দেখে মুগ্ধ হলাম। আমি মনে করি উনার ছাদ বাগান দেখে আমাদেরকে অনুপ্রাণিত হওয়া উচিত। এসময় দৃষ্টিপাত পত্রিকার সম্পাদকের সাথে ছিলেন, দৃষ্টিপাত পত্রিকার চীফ রিপোর্টার মাছুদুর জামান সুমন ও আশাশুনি উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। বাগান মানেই যে ফলে-ফুলে ভরা বিস্তৃত কোনো জায়গা হবে তা নয়। প্রকৃতিকে ভালোবাসলে যে কেউ বাড়ির ছাদেও বাগানের সাধ মেটাতে পারেন। আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এর বাসার ছাদে করা শখের ফল ও ফুলের বাগান সে কথাই জানিয়ে দেয়৷ তিনি যে শুধু মাত্র রাজনীতিবিদ নয় একজন সৌখিন বাগানিও সেটি তার ছাদ বাগানে না গেলে বুঝার উপায় নেই। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর চাপড়া বাসস্ট্যান্ড সংলগ্ন বাসায় গেলে এমন একটি চিত্র চোখে পড়ে। প্রায় ৭০ প্রজাতির দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছ নিয়ে গড়ে তুলেছেন শৌখিন এই ছাদ বাগান। এবিএম মোস্তাকিম প্রতিবেদক জানান, তার মানুষিক প্রশান্তির উৎস্য ছোট এই ছাদ বাগান। গাছের প্রতি ভালোবাসা ও ছাদের সৌন্দর্য বৃদ্ধি করে মনোরম পরিবেশ সৃষ্টির লক্ষ্যেই এ শখের বাগান। তিনি আরও জানান, তিনি এবং তার সহধর্মিণী সহ অন্যরাও ছাদ বাগানের পরিচর্যা নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com