দেবহাটা অফিস \ দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী ও সমাজসেবা প্রতিষ্ঠান ফেয়ার মিশনের উদ্যোগে গতকাল হতদরিদ্র, ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল সহ শীতবস্ত্র বিতরণ করেছে। ফেয়ার মিশন পরিচালিত কম্পিউটার চাইলন্ডহোম এন্ড স্কুলে উক্ত কম্বল বিতরণে প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন ওসি হযরত আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, জামায়াত আমীর শিক্ষাবীদ মাও: অলিউল ইসলাম, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইলিয়াস হোসেন। সভাপতিত্ব করেন ফেয়ারমিশন পরিচালক আলহাজ্ব মা: কাদের মহিউদ্দীন, পরিচালনা করেন সাংবাদিক ডা: আমিরুল ইসলাম, ফেয়ার মিশন পরিচালক আলহাজ্ব আ: কাদের মহিউদ্দীন জানান তিন শতাধিক হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে দরিদ্র মানুষগুলো বিশেষ সন্তোষ প্রকাশ করেছে।