এফএনএস স্পোর্টস: ট্রেন্ট বোল্ট নিজেকে কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিলেও তাকে ছাড়ছে না নিউ জিল্যান্ড। কোচ গ্যারি স্টেড আগেই বলেছিলেন, বাঁহাতি এই পেসারকে বিশ্বকাপ দলে চান তিনি। সেই চাওয়ারই প্রতিফলন পড়ল ইংল্যান্ড সফরের নিউ জিল্যান্ড দলে। বিশ্বকাপের দুই মাস আগে আবার জাতীয় দলে ফেরানো হলো বোল্টকে। বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডের জন্য বড় স্বস্তির খবর আছে আরও। চোট কাটিয়ে ফিরেছেন কাইল জেমিসন। এর আগে টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছিল দীর্ঘদেহী এই পেসারকে। এবার তিনি ফিরলেন ওয়ানডেতেও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে নিউ জিল্যান্ডের হয়ে কোনো সংস্করণেই খেলেননি বোল্ট। ওয়ানডে সবশেষ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। তবে গত বছর কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর সময়ই তিনি বলেছিলেন, সুযোগ পেলে জাতীয় দলে খেলা চালিয়ে যেতে চান। তাকে দলে পেতে, বিশেষ করে বিশ্বকাপে তাকে পেতে আগ্রহের কথা কোচ স্টেড ছাড়াও নানা সময়ে জানান নিউ জিল্যান্ড ক্রিকেট সংশ্লিষ্টরা। সবার ইচ্ছাই বাস্তব রূপ পেতে যাচ্ছে। কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর ক্রিকেট বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন বোল্ট। সবশেষ তিনি খেলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে। সেখানে ৮ ম্যাচে ২২ উইকেট নিয়ে তিনিই ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। ১১টির বেশি উইকেট পাননি টুর্নামেন্টে আর কোনো বোলার। জেমিসন সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের এপ্রিলে। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে সবশেষ দেখা গেছে গত বছরের জুনে ইংল্যান্ড সফরে টেস্ট ম্যাচে। ওই ইংল্যান্ড সফরে চোট পেয়ে ৬ মাসের বেশি সময় মাঠের বাইরে থাকেন তিনি। পরে গত জানুয়ারিতে ঘরোয়া ক্রিকেট থেকে ফেরেন ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার পেসার। তবে সীমিত ওভারের ঘরোয়া আসরে ৫টি ম্যাচ খেলে ফেব্রæয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর আবার ছিটকে পড়েন বাইরে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে তাকে নেওয়া হলেও শেষ পর্যন্ত খেলতে পারেননি। বরং অস্ত্রোপচার করাতে হয় পিঠে। অবশেষে লম্বা পুনবার্সন প্রক্রিয়া শেষে তিনি ফিরতে পারলেন। ইংল্যান্ড সফরের আগেই অবশ্য সংযুক্ত আরব আমিরাত সফরে টি-টোয়েন্টি খেলবেন ২৮ বছর বয়সী এই পেসার। চোটের কারণে বাইরে থাকা নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের বদলে ইংল্যান্ড সফরেও যথারীতি নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। ভারপ্রাপ্ত দায়িত্বেই এর মধ্যে ৩১ ওয়ানডেতে নেতৃত্বের অভিজ্ঞতা হয়ে গেছে বাঁহাতি এই কিপার-ব্যাটারের। উইলিয়ামসনও দলের সঙ্গী হবেন এই সফরে। দলের সঙ্গে থেকেই মাঠের ফেরার লড়াইয়ে পুনর্বাসন চলবে তার। আইপিএলে পাওয়া চোটের পর মাস চারেক মাঠের বাইরে থেকে স¤প্রতি হালকা ব্যাটিং অনুশীলন শুরু করেছেন ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য এই সিরিজে খেলবেন না ব্যাটসম্যান মার্ক চাপম্যান ও অলরাউন্ডার জিমি নিশাম। সামনের ব্যস্ত সূচি ভাবনায় রেখে এই সফর থেকে ছুটি দেওয়া হয়েছে লেগ স্পিনার ইশ সোধিকে। চোটের কারণে বাইরেই থাকছেন স্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। ইংল্যান্ড সফরে নিউ জিল্যান্ডের চার ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৮ সেপ্টেম্বর। এর আগে ইংল্যান্ডে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। সেটির দল ঘোষণা করা হয়েছে আগেই। গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলা এই দুই দল এবারের বিশ্বকাপে মুখোমুখি হবে প্রথম ম্যাচেই। ইংল্যান্ড সফরের পর বিশ্বকাপের আগে আরও একটি ওয়ানডে সিরিজ খেলবে নিউ জিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে বাংলাদেশে। ইংল্যান্ড সফরের নিউ জিল্যান্ড ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিল্ন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গেøন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি, উইল ইয়াং।