এফএনএস বিদেশ : ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার পূর্ব জলসীমার দিকে ফের দুইটি স্বল্প-পালার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটির সেনাবাহিনী। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়েছে আল জাজিরা এ খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার মধ্যে সবশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ১টা ৩২ মিনিটে ক্ষেপণাস্ত্র দুটি পূর্ব উপক‚লের সমুদ্রের দিকে উৎক্ষেপণ করা হয়েছে। তবে এই উৎক্ষেপণের বিষয়ে তাৎক্ষণিক কোনো বিবৃতি দেয়নি পিয়ংইয়ং। চলতি সপ্তাহে পূর্ব চীন সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘প্রতিরোধ’র অংশ হিসাবে যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রবাহী বি-৫২ কৌশলগত বোমারু বিমান ও এফ-২২ স্টেলথ যুদ্ধবিমান উড়িয়েছে। উত্তর কোরিয়া সাধারণত এ ধরনের সামরিক মহড়াকে আক্রমণাত্মক মহড়া হিসেবে দেখে। চলতি বছর উত্তর কোরিয়া পরীক্ষামূলকভাবে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্রের ছুড়েছে। এর আগে আর কোনো বছর এত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেনি তারা। তাদের এ পরীক্ষাকে ‘নজিরবিহীন’ বলছে বিশ্লেষকরা। এর আগে রোববার দেশটি পূর্ব উপক‚লীয় সাগরে দুটি মধ্যপালার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। তাদের গোয়েন্দা উপগ্রহ কর্মসূচির জন্য এ উৎক্ষেপণ ‘গুরুত্বপূর্ণ’ বলে তখন উলেখ করেছিল তারা। আগামী এপ্রিলের মধ্যে তাদের এ কর্মসূচি সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে।এদিকে পূর্ব চীন সাগরে সামরিক মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্ব›েদ্বর মধ্যেই গত বুধবার এ যৌথ সামরিক মহড়া শুরু হয়। নিজেদের শক্তির জানান দিতে চীনের পূর্ব সাগরে অত্যাধুনিক যুদ্ধজাহাজ, বিমান, হেলিকপ্টার ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিশাল যৌথ সামরিক মহড়া শুরু করেছে বেইজিং ও মস্কো। ২১ ডিসেম্বর শুরু হওয়া এ মহড়া চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।