ভ্রাম্যমাণ প্রতিনিধ ঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ফিরে পেল ফেনী জেলার এক পরিবার।গাজী সাব্বির রায়হান নামের একটি ফেসবুক থেকে মানসিক ভারসাম্যহীন এ ব্যক্তির ছবি পোস্ট করা হয়। গাজী সাব্বির রায়হান নামে ফেসবুক আইডি ব্যবহারকারী সাব্বির রায়হান বলেন কিছুদিন আগে কৈখালী ইউনিয়নের পরানপুর এলাকায় একজন অপরিচিত মানুষকে ঘোরাফেরা করতে দেখা যায়। অপরিচিত ঐ ব্যক্তি মানসিক ভারসাম্য হীন বলে তার কাছে মনে হলে একটি ছবি নিয়ে তার আইডিতে পোস্ট করে। পোস্টটি নজরে আসে ফেনী জেলার ভুক্তভোগী ওই পরিবারের। মানসিক ভারসাম্যহীন ঐব্যক্তির নাম জাফর আহমেদ। সে ফেনী জেলার ইয়ার আহমেদের ছেলে। গতকাল শনিবার সকালে মানসিক ভারসাম্যহীন জাফর আহমেদ কে তার ভাই তুহিন এর কাছে দেয়া হয়। এ বিষয়ে তুহিন বলেন আমার ভাই কে ফিরে পেয়ে আমি আমার পরিবার খুশি। এর আগেও একবার আমার ভাই হারিয়ে গিয়েছিল তাকে সিলেট থেকে পাওয়া যায়। বাড়িতে থাকার এক বছর পর আবারো হারিয়ে যায়। এ বিষয়ে আমরা থানায় একটি জিডি করি। ফেসবুকের আইডি অনুযায়ী আমি সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করি। সহযোগিতা করার জন্য বিশেষ করে সাংবাদিক গাজী শাহ আলম ভাই, ইউপি সদস্য মোহাম্মদ আইয়ুব আলী, গাজী মোস্তাক আহমেদ সহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।